রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) নির্দেশে অনলাইনে কেনাটাকায় টোকেন (Tokenization) পদ্ধতি চালু হচ্ছে ১ জুলাই। নতুন নিয়মে সংস্থাগুলি গ্রাহকের কার্ডের বিবরণ নিজেদের সার্ভারে সংরক্ষণ করতে পারবে না।
আমাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), সুইগি, পেটিএম ইত্যাদি যে সমস্ত সংস্থা অনলাইনে ব্যাবসা করে, তারা এখন গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য নিজেদের সিস্টেমে সংরক্ষিত রাখে। সংস্থাগুলির দাবি, এতে গ্রাহকের সুবিধা হয়, তাঁকে প্রতিবার কেনাকাটার সময় নিজের কার্ডের বিবরণ ইনপুট করতে হয় না। কিন্তু এই ব্যবস্থা উঠে যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ জুনের পরে কোনও সংস্থাই গ্রাহকের কার্ডের কোনও তথ্য নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, সংস্থাগুলির সার্ভারে সংরক্ষিত গ্রাহকদের কার্ডের তথ্য হ্যাকিং-এর মাধ্যমে চুরি যাওয়ার সম্ভাবনা থাকে, এর ফলে গ্রাহক বিপদে পড়তে পারেন। তাই জুলাই থেকে চালু হচ্ছে কার্ডের টোকেনাইজেশনের পদ্ধতি।
আরও পড়ুন: RBI on Currency : ভারতীয় টাকায় রবীন্দ্রনাথ ও আবদুল কালামের ছবি, জল্পনা ওড়াল আরবিআই
টোকেনাইজেশন হল একটি বিশেষ কোড যা ব্যাঙ্কের তরফে গ্রাহকের কার্ডের জন্য ইশু করা হবে। জুলাই থেকে অনলাইনে কেনাকাটার সময় দাম মেটানোর ক্ষেত্রে ক্রেতা কার্ডের বিবরণের বদলে সংশ্লিষ্ট সংস্থাকে সেই কোডটি জানাবেন। সেই কোডের ভিত্তিতে ব্যাঙ্কের তরফে অনলাইন সংস্থাকে দাম মিটিয়ে দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালের ১ জুলাই থেকে কার্ড প্রদানকারী (ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক সংস্থা) এবং কার্ড ব্যবহারকারী ছাড়া লেনদেনের সঙ্গে যুক্ত কোনও সংস্থাই কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না।
কার্ডের জন্য টোকেন পেতে অবশ্য গ্রাহকদের আলাদা কোনও খরচ করতে হবে না। গ্রাহকরা কার্ড প্রদানকারী সংস্থা বা ব্যাঙ্কের কাছে টোকেনের জন্য অনলাইনে অনুরোধ পাঠালেই তাঁদের টোকেন দেওয়া হবে।