সব কিছু ঠিক থাকলে, ভারতীয় অর্থনীতিতে যুক্ত হতে পারে আরও এক নয়া প্রযুক্তি। আর তা হল কয়েন এটিএম। এমনটাই ইঙ্গিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। মূলত খুচরোর ঝামেলা বন্ধ করতেই এই ভাবনা দেশের শীর্ষ ব্যাঙ্কে। যেখানে গ্রাহকরা টাকা মতোই এটিএম থেকে খুচরো পয়সা তুলতে পারবে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দেশের ১২টি শহরে পরীক্ষামূলক ভাবে কয়েন ভেন্ডিং মেশিন বসানোর কথা ভেবেছে RBI। প্রতিটি মেশিনের উপরে থাকবে কিউআর কোর্ড। যা ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে পছন্দের মতো খুচরো তুলতে পারবেন গ্রাহকরা। মূলত এক, দুই ও পাঁচ টাকা খুচরো হিসাবে ওই মেশিনের মধ্যে রাখা থাকবে।
বেশ কয়েক বছর আগে থেকেই দেশে খুচরোর টান। সবকিছু অনলাইন হয়ে যাওয়ার পর সেই চাপ আরও বেড়েছে। তাই বাজারে এক টাকা, দু টাকার জোগান অনেকটাই কমে গিয়েছে। একথা মাথায় রেখেই এবার খুচরো এটিএম আনার পরিকল্পনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।