স্মার্টফোনের কথা বললে Samsung-এর নাম অনেকেরই প্রথম পছন্দের তালিকায় থাকে। এই মুহূর্তে Samsung-এর ৫জি ফোনে চলছে বাম্পার সেল। Galaxy A23 5G ফোনটি জানুয়ারিতে মার্কেটে নিয়ে এসেছিল Samsung। মাস ঘুরতে না ঘুরতেই এই ফোনে দুর্দান্ত ছাড়ের কথা ঘোষণা করল Amazon। ৫ হাজারেরও কম দামে পাওয়া যাবে এই ফোনটি।
কীভাবে ?
Samsung Galaxy A23 5G ফোনটি জানুয়ারি মাসে যখন লঞ্চ করা হয়েছিল, তখন 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ছিল ২৮ হাজার ৯৯৯ টাকা। সেই ফোনের উপরে বর্তমানে Amazon ২১ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। যার ফলে, এই গ্যালাক্সি মডেলের নতুন দাম হয়েছে ২২ হাজার ৯৯ টাকা। এর উপরে থাকছে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার।
আরও পড়ুন - আইফোন ১৪ কিনবেন কম দামে ? বড় অফার মিলবে এই অনলাইন শপিং সাইটে
পুরানো ফোন এক্সচেঞ্জের অফারে ছাড় দেওয়া হচ্ছে ১৮ হাজার ৫০ টাকা। অর্থাৎ পুরনো ফোন দেওয়ার পরে ডিস্কাউন্টে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র ৪ হাজার ৯৪৯ টাকায়। এক্ষেত্রে পুরানো ফোনটিকে অবশ্যই ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে। এছাড়াও IDBI, Yes bank, HSBC-র মতো ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলেও আপনি মোটা অঙ্কের ডিস্কাউন্ট পেয়ে যাবেন।