পেনশন নেই অনেকেরই। সেক্ষেত্রে অবসরের পর কীভাবে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকে। কিন্তু বেশ কয়েকটি উপায়ে আপনার সারাজীবনের সঞ্চয়কে কাজে লাগিয়ে অনায়াসেই আপনি নিজের অবসর জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন।
প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প
এই প্রকল্পে ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করা যায়। এক্ষেত্রে ব্যাঙ্ক এবং পোস্ট অফিস দুটি জায়গাতেই আপনি টাকা রাখতে পারেন। প্রথমে পাঁচ বছর মেয়াদ শেষ হলে আবার তিন বছরের জন্য পুনর্বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে সুদের হার অনেকটাই বেশি পাওয়া যায়।
আরও পড়ুন - প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর, বাড়ানো হল আধার-ভোটার কার্ড লিঙ্কের সময়সীমা
প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা
এই প্রকল্পে দশ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এটি একটি কেন্দ্রীয় প্রকল্প। যেটি চালায় LIC। এই প্রকল্পে মাসিক আয়ের ব্যবস্থা রয়েছে। এতে রিটার্নও ভাল পাওয়া যায়।