সদ্য উপার্জন করতে শুরু করলেই প্রথমেই মাথায় আসে টাকাটা কী করবেন? অনেকেই মনে করেন নিজের উপার্জনের টাকা নির্দ্বিধায় সব শখ আহ্লাদ পূরণ করাই প্রথম কাজ। সেসব করলেও প্রত্যেকের মনে রাখা উচিত উপার্জনের পাশাপাশি সঞ্চয় করাটাও জরুরি।
অধিকাংশ সমস্যা দূর করার জন্য অর্থ প্রয়োজন হলেও, আয়ের প্রথম মাস থেকেই সঞ্চয় শুরু করুন। অন্তত ছ'মাস কেবল সঞ্চয় করে যান, তার পর যদি কোনও ইচ্ছাপূরণ কিংবা ধার-বাকি থাকে, তা শোধ দেওয়ার জন্য সচেষ্ট হোন। আর সেসব মিটলেই শুরু করুন সঠিক লগ্নির প্রক্রিয়া।
কীভাবে জমাবেন?
প্রথম দিকে মাসের মোট অ্যাঁয় অনুযায়ী মাত্র এক দিনের আয় সরিয়ে রাখবেন সঞ্চয়ের জন্য। অর্থাৎ ১৫ হাজার টাকা আয় হলে ৫০০ টাকা সরিয়ে রাখতে হবে সঞ্চয়ের জন্য। পরে আয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে সঞ্চয়ের হার।
আরও পড়ুন - কীভাবে পূরণ করবেন Form 16, কোন কোন অংশ রয়েছে Form 16-এ, জানুন বিস্তারিত
এরপর আয় বাড়লে সঞ্চয়ের খাতের পরিমাণও বাড়াতে হবে। সরিয়ে রাখতে হবে আয়ের কমপক্ষে দশ শতাংশ। যে টাকা নিয়মিত লগ্নি করলে ভাল রিটার্ন পাওয়া যাবে। উপার্জন বাড়লে লগ্নি শুরু করতে পারেন একাধিক প্রকল্পে।