Anil Ambani: ৫ বছরের জন্য অনিল আম্বানিকে নিষিদ্ধ ঘোষণা করল SEBI, কী কারণে কড়া পদক্ষেপ? 

Updated : Aug 23, 2024 16:18
|
Editorji News Desk

প্রতারণার অভিযোগে শিল্পপতি অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI।  এমনকি তাঁকে ২৫ কোটি টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। যদিও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে লন্ডনের একটি আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন স্বয়ং অনিল আম্বানি। 

শুধু নিষিদ্ধ ঘোষণা বা আর্থিক জরিমানা নয়, এর পাশাপাশি SEBI জানিয়েছে, সিকিউরিটি মার্কেটের সঙ্গে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না অনিল আম্বানি। শুক্রবার এই ঘোষণার পরেই রিলায়েন্স গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ার প্রাইস ১৪ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। 

 ২০১৮-২০১৯ অর্থবর্ষে রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেডের একাধিক আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্ত শুরু করে SEBI। সেই তদন্তে উঠে আসে, পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনিল আম্বানি। আর তারপরেই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। 

মোট ২২২পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে SEBI। সেখানে যে শুধু অনিল আম্বানির বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমনটা নয়, রিলায়েন্স গোষ্ঠীর বিভিন্ন সংস্থার পদস্থ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড ছয় মাসের জন্য সিকিউরিটি মার্কেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এবং ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

SEBI

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই