ডিম্যাট অ্যাকাউন্টের জন্য নমিনির নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী ৩১ মার্চ। এই সময়সীমার মধ্যে নমিনির নাম নথিভুক্ত না করলে ওই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যাবে না বলে জানিয়ে দিল সেবি। এর আগে এই সময়সীমা ছিল ২০২২ সালের ৩১ মার্চ। সেবি তারপর এক বছর বাড়ায় সময়সীমা।
উল্লেখ্য, যে সব বিনিয়োগকারীরা ট্রেডিং অ্যাকাউন্ট অথবা নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন এখন, তাঁদের কাছে সরাসরিই এই ডিক্লারেশনের অপশন চলে আসছে। তাঁরা নমিনি রাখতে চান কি চান না, সেটাও সেখানে স্পষ্ট করে দিতে হবে।
অন্যদিকে, যাঁর নামে অ্যাকাউন্ট তিনি যদি সশরীরে সই করেন বা ই-সাইন করেন তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ও ডিম্যাট অ্যাকাউন্টের জন্য নমিনেশন ফাইলের সময় সাক্ষী রাখার প্রয়োজন নেই।
কীভাবে ডিম্যাট অ্যাকাউন্টের জন্য নমিনি যুক্ত করবেন:
১ ডিম্যাট অ্যাকাউন্টে লগইন করুন।
২ প্রোফাইল সেগমেন্টে গিগে 'মাই নমিনিজ' অপশনে ক্লিক করুন।
৩ 'অ্যাড নমিনি' অথবা' অপট আউট' অপশন দেখাবে।
৪ নমিনির নাম ঠিকানা সহ সমস্ত তথ্য পূরণ করুন। কত শতাংশ শেয়ার পাবেন নমিনি, তা লিখুন। নমিনির পরিচয়ের প্রমাণপত্র লাগবে।
৫ আধার কার্ডের ওটিপি দিয়ে ডকুমেন্ট ই-সাইন করুন।