অনেকেই না বুঝে বেশি লাভের আশায় যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করেন এবং সেক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য রিটার্ন কিছুটা কম থাকলেও ঝুঁকি কম এমন প্রকল্পগুলিতেই বিনিয়োগ করতে পছন্দ করে মধ্যবিত্তরা। তাই প্রবীণ মধ্যবিত্ত নাগরিকদের জন্য ডাকঘর (post office savings scheme) নিয়ে এসেছে বিশেষ সঞ্চয় প্রকল্প।
ডাকঘরের এই প্রকল্পের নাম ‘সিনিয়র সিজিজেনস সেভিংস স্কিম’ (SCSS)। এই প্রকল্পে ঝুঁকি কম কিন্তু রিটার্নও খারাপ নয়। এই প্রকল্পে বিনিয়োগ শুরুতে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য করে পরবর্তীতে তা আরও ৩ বছর বাড়ানো যেতে পারে। মাত্র ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এই প্রকল্পে বাৎসরিক সুদের হার ৭.৪ শতাংশ।
India Vs West Indies:অক্ষরের ব্যাটে ভর করে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের, সিরিজ জিতল ভারত
এই প্রকল্পে কেউ এককালীন ১০ লাখ টাকা বিনিয়োগ করলে ৭.৪ শতাংশ বাৎসরিক সুদের হারে তিনি ৫ বছর পর পাবেন ১৪ লাখ ২৮ হাজার ৯৬৪ টাকা।