ভোটের ফল প্রকাশের দিন বড় ধস নেমেছিল শেয়ার বাজারে । সেনসেক্স প্রায় ৬০০০ পয়েন্ট পর্যন্ত পড়ে যায় । তবে, মোদী তৃতীবারের জন্য শপথ গ্রহণের পরই রেকর্ড উচ্চতায় পৌঁছল সেনসেক্স । ঘুরে দাঁড়াল শেয়ার বাজার । সেনসেক্সের পাশাপাশি নিফটিও উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে ।
শুক্রবার সেনসেক্স পৌঁছেছিল ৭৬৪৪২.৫১-এ । সেই রেকর্ড ভেঙে গেল সোমবার । শেয়ার বাজার খুলতেই দেখা গেল সকাল ৯টা ২০ পর্যন্ত এনএসই নিফটি ৫০ পৌঁছেছে ২৩,৪১১.৯০-এ । বিএসই সেনসেক্স বেড়ে হয়েছে ৭৭,০৭৯ ।
সেনসেক্স-নিফটির উত্থানে বেশি লাভ করেছে পাওয়ারগ্রিড, এনটিপিসি, এসবিআই, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও আল্ট্রাটেক সিমেন্ট। ক্ষতির মুখে পড়েছে টিসিএস, ইউপ্রো, ইনফোসিস ও টেক মাহিন্দ্রা।