সোমবারে লক্ষ্মীলাভ। সপ্তাহের প্রথম দিনেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সোমবার বাজার খোলার সময় ৬৯ হাজারে ছিল সেনসেক্সের সূচক। বেলা বাড়তেই তা বেড়ে ৭০ হাজারে পৌঁছে যায়। এর ফলে লাভবান হয়েছেন প্রচুর বিনিয়োগকারী।
শুধু সেনসেক্স নয় নিফটিরও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এদিন বাজার খোলার সময় নিফটির সূচক ছিল ২১ হাজারে। সোমবার কোলইন্ডিয়ার শেয়ার দর বেড়েছে প্রায় ২ শতাংশ। এছাড়াও ONGC, টেক মহিন্দ্রা, স্টেট ব্যাঙ্কও লাভের তালিকায় রয়েছে।
ভারতীয় একাধিক সংস্থা লাভের মুখ দেখলেও উল্টোদিকে অনেক সংস্থাকে লোকসানের মুখে পড়তে হয়েছে। তারমধ্যে রয়েছে রেড্ডিস ল্যাব। কয়েকদিন আগেই রেড্ডিস ল্যাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সামনে আসে।