বুধবার শেয়ার বাজারে ঝোড়ো ইনিংস। ইতিহাসে প্রথমবার ৮০,০০০ পয়েন্টের গণ্ডি পার করল সেনসেক্স। সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে নিফটিও।
সকাল ৯ টা ১ মিনিটে ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায় বিএসইয়ের সেনসেক্স। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক নিফটি৫০। বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতের অর্থনীতিতে আস্থার কারণেই শেয়ারে লগ্নি করছে বিদেশি সংস্থাগুলি। যার কারণ সূচকের দৌড় লক্ষ্য করা যাচ্ছে।
সেনসেক্সে সবচেয়ে লাভবান এইচডিএফসি ব্যাঙ্ক। এর পরই তালিকায় রয়েছে কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সআরভি অ্যান্ড এমঅ্যান্ডএম। ক্ষতির মুখে পড়েছে টে মাহিন্দ্রা, টিসিএস, সান ফার্মা, ইনফোসিস ও ভারতী এয়ারটেল।