শুক্রবার ইতিহাস তৈরি হল বম্বে স্টক এক্সচেঞ্জে। প্রথমবারের মত ঐতিহাসিক ৬৬,০০০ পয়েন্টের ওপরে গিয়ে বন্ধ হল সেনসেক্স।
আইটি কাউন্টার এবং বিদেশি মুদ্রার আগমনের ফলে সেনসেক্সে রীতিমত জোয়ার আসে এইদিন। এই নিয়ে টানা দুইদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্সের বাজার দারুণ ঝলমলে।
শুক্রবার স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার সেনসেক্স পৌঁছে যায় ৬৬,০৬০.৯০ পয়েন্টে। মোট ৫০২.০১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বৃদ্ধি পায় আগেরদিনের থেকে।
অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ১৫০.৭৫ পয়েন্ট অথবা ০.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয় নতুন রেকর্ড ১৯,৫৬৪.৫০-এ।