সর্বকালীন রেকর্ড সেনসেক্সে। অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়ে ৮৫ হাজারের রেকর্ড ছুঁল সেনসেক্সের সূচক। শুধু সেনসেক্স নয়, পাল্লা দিয়ে বেড়েছে নিফটির সূচকও।
মঙ্গলবার বাজার খোলার পর থেকেই সেনসেক্স সূচক ঊর্ধ্বমুখী। সকাল ১০টা ৫ মিনিটে ৮০.৭৪ পয়েন্ট বৃদ্ধি পায়। যার ফলে সূচক ৮৫ হাজারে পৌছয়।
শুধু সেনসেক্স নয়, নিফটিও শুরু থেকেই ঊর্ধ্বমুখী। বাজার খোলার শুরু থেকেই ২৯.১৫ বৃদ্ধি পায় নিফটি সূচক। ফলে ২৫ হাজারে পৌঁছে যায় নিফটি।
মঙ্গলবার শুরু থেকেই সব ব্লু চিপ স্টকের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ফলে চলতি সপ্তাহের শুরুর দিকেই ভালোই লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। টাটা স্টিল, পাওয়ার গ্রিড, JSW স্টকগুলি ভালো পারফর্ম করছিল। তবে কোটাক মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্টের মতো স্টকগুলির বিনিয়োগকারীরা নেগেটিভ রিটার্ন পেয়েছেন।