এক রাতে শেয়ার বাজারে এমন ওঠা নামা শেষ কবে দেখেছিল ভারত, মনে পড়ছে না। মঙ্গলবার ভোটগণনা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে শেয়ার বাজার খুলতেই ধস নামল।
সকাল থেকেই শেয়ার বাজারে বড়সড় পতন হয়। বেলা গড়াতেই স্পষ্ট হয়েছে, একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। তারপরই সেনসেক্স প্রায় ৬০০০ পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। ৭০ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স।
বেলা আরও কিছুটা গড়ালে ঘুরে দাঁড়িয়ে ৭২ হাজারের গণ্ডি ছাড়িয়ে কিছুটা উঠল সেনসেক্স। ২০০০ পয়েন্ট উঠে ৭২,৪০০ পয়েন্টের কাছে পৌঁছল সেনসেক্স। ৭৩ হাজার ছুঁয়ে ফের একবার ১০০০ পয়েন্ট নামে সেনসেক্স। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়াল ৭২,০৭৯ পয়েন্টে। নিফটি দাঁড়িয়ে ২১,৮৮৪.৫ পয়েন্টে।