নিজের ডাকা ভোটে হেরে গেলেন এলন মাস্ক(Elon Musk)। রবিবার বিকেলে টূইটার(Elon Musk Twitter) থেকে পদত্যাগ সংক্রান্ত একটি অনলাইন ভোটিং প্রক্রিয়া চালু করেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যেই ভোট দেন ১ কোটি ৭৫ লক্ষ ২ হাজার ৩৯১ জন। তবে ভোটারদের মধ্যে ৫৭.৫ শতাংশই ভোট দেন এলনের বিরুদ্ধে। এই ফলে যথেষ্টই হতাশ এলন মাস্ক(Elon Musk losts in an Online Vote)। উল্লেখ্য, এলন জানিয়েছিলেন ভোটে হারলে পদত্যাগ করবেন তিনি।
ভারতীয় সময় সোমবার বিকেল ৪টে ৫০ মিনিটে এই ফল প্রকাশ পায়। এলন অবশ্য প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ সংক্রান্ত কোনও ঘোষণা করেননি। এমনকি, তাঁর উত্তরসূরীর নামও জানাননি তিনি।
আরও পড়ুন- Google Search traffic: মেসির স্বপ্ন পূরণের রাতে নয়া রেকর্ড গুগলের, টুইট পিচাইয়ের
গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার প্রধান এলন মাস্ক(Elon Musk buy Twitter) টুইটারের ক্ষমতা পেতেই অর্ধেক কর্মীকে(Parag Agarwal) ছেঁটে ফেলা হয়। শুধু তাই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সরিয়ে দেওয়া হয়। এরপরেই ভারতীয়দের চক্ষুশূল হয়ে ওঠেন এলন, এমনটাই মত ভারতীয় অর্থনীতিবিদদের।