Small Savings Scheme Interest Rate : কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস সেভিংস স্কিম ও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম প্রকল্পগুলিতে সুদের হার বাড়ল। ২০২২-২৩ অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকের জন্য এই সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করল অর্থ মন্ত্রক। তবে, PPF সুকন্যা সমৃদ্ধি যোজনা ও NSC-তে সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।
কিষাণ বিকাশ পত্রের সুদের হার ৬.৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে। পোস্ট অফিস দুই বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে এখন ৫.৫ শতাংশের পরিবর্তে ৫.৭ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী।
৩০ সেপ্টেম্বর, আরবিআই-এর রেপো রেট 5.40 শতাংশ থেকে বাড়িয়ে 5.90 শতাংশ করার সম্ভাবনা আছে। তার আগে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর ঘোষণা করল সরকার।