কর্মী ছাঁটাই করতে চলেছে স্পাইসজেট । জানা গিয়েছে, সংস্থার প্রায় ১৫ শতাংশ কর্মী চাকরি হারাতে চলেছেন । কোম্পানির খরচ বাঁচাতে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর জন্য প্রায় ১৪০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সম্প্রতি, কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে উড়ান সংস্থা ।
জানা গিয়েছে, স্পাইসজেটে কর্মরত মোট ৯০০০ কর্মী । তার মধ্যে ১৪০০ জনকেই ছাঁটাই করা হচ্ছে । ছাঁটাইয়ের পরে উড়ান সংস্থায় কর্মীর সংখ্যা কমে ৭,৬০০ জনের কাছাকাছি দাঁড়াবে । ইকোনমিকস টাইমসের খবর অনুযায়ী, কর্মচারীদের বেতনবাবদ স্পাইসজেটের ৬০ কোটি টাকা বেরিয়ে যেত। সেই খরচ বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অভিযোগ, বেশ কয়েকমাস ধরে বেতন পাচ্ছেন না সংস্থার কর্মচারীরা । জানুয়ারির বেতন এখনও পর্যন্ত পাননি বলে অভিযোগ । এই আবহেই কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এল ।
আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে উড়ান সংস্থা । স্পাইসজেটের তরফে দাবি করা হয়েছে যে ২,২০০ কোটি লগ্নি পেতে চলেছে উড়ান সংস্থা। তবে, তাতেও নানারকম বাধা আসছে । তবে, লগ্নির বিষয়ে আশাবাদী উড়ান সংস্থা ।