চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্য়ে বেতনভুক কর্মচারীদের আয়কর রির্টার্ন জমা করার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্য়াক্সেস। ফলে সরকারি এবং বেসরকারি কর্মীচারীদের প্রয়োজনীয় Form 16 সংগ্রহ করতে হবে। কীভাবে অনলাইনে নিজের আয়কর রিটার্ন জমা করবেন? জেনে নিন বিস্তারিত-
আয়কর জমা দেওয়ার প্রতিটি ধাপ-
স্টেপ ১
প্রথমে ই ফাইলিং পোর্টালে লগইন করতে হবে। ওয়েবঅ্য়াড্রেসটি হল- incometaxindiaefiling.gov.in
স্টেপ ২-
এরপর নিজের PAN নম্বর, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
স্টেপ ৩
ওয়েবসাইটটি খোলার পর সেখানে থাকবে e-File নামে একটি ট্য়াব। সেখানে ক্লিক করলে "Income Tax Return" নামে একটি অ্য়াক্টিভেটেড লিঙ্ক দেখা যাবে।
স্টেপ ৪-
আয়কর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, লগইন করার সঙ্গে সঙ্গে প্রত্যেকের PAN নম্বর দেখা যাবে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোন বছরের জন্য় আয়কর জমা দিচ্ছেন সেবিষয়ে জানতে চাওয়া হবে।
স্টেপ 5-
যে আর্থিক বছরের জন্য আয়কর জমা দেবেন সেই অর্থবর্ষ সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৬-
এরপর নিজের আয় ও ব্য়ায়ের হিসেব দিতে হবে। নির্দিষ্ট বক্সে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ করতে হবে।
স্টেপ ৭-
এরপর পুরো ফর্মগুলি একবার মিলিয়ে নেওয়া দরকার। সব ঠিক থাকলে "Taxes Paid and Verification" এ ক্লিক করতে হবে। এবং সবশেষে "Preview and Submit" অপশনে ক্লিক করতে হবে।