আদানি-হিন্ডেনবার্গ মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। আদানি নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্টের সত্যতা কতটা, তা নিয়েও সন্দিহান দেশের শীর্ষ আদালত। আগামী দু’মাসের মধ্যে সেবিকে এই সংক্রান্ত রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। সেবিকে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। সত্যিই কি বেআইনিভাবে শেয়ারের দাম বৃদ্ধি করা হয়েছিল, তা জানতে চেয়েছেন দেশের প্রধান বিচারপতি। পাশাপাশি, শেয়ার বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট।