একদিকে বেকারত্ব বৃদ্ধি অন্যদিকে কর্মী ছাঁটাই। চাকরি সংকটের জেরে সমস্যায় পড়েছেন অনেকে। শুধু ছোটো সংস্থাগুলিই যে কর্মী ছাঁটাই করছে এমনটা নয়, অ্য়াপল, ইন্টেল, IBM, সিসকোর মতো মাল্টি ন্যাশনাল কম্পানিগুলিতে চলতি বছরে ছেঁটে ফেলা হয়েছে কয়েক হাজার কর্মীকে। এর ফলে যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব।
সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ, ২০২৪ সালের অগাস্ট মাসে বিশ্বজুড়ে ২৭ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তাঁরা মূলত সকলেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।
ওই রিপোর্টে প্রকাশ ইতিমধ্যে ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রসেসর প্রস্তুতকারী সংস্থা ইন্টেল। যা তাদের মোট কর্মী সংখ্যার ১৫ শতাংশ।
কর্মী সংকোচের পথে হেঁটেছে সিসকো। ইতিমধ্যে তারা ৬০০০ কর্মী ছাঁটাই করেছে। যা গোটা বিশ্বের কর্মী সংস্থার প্রায় ৭ শতাংশ। একই পথে হেঁটেছে IBM, DELL-এর মতো সংস্থাগুলি।
কিন্তু কেন লে-অফ বা কর্মী সংকোচ?
প্রতিটি সংস্থার তরফেই জানানো হয়েছে, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে রেভিনিউ অনেক কম। ফলে কর্মী সংকোচ ছাড়াই আর কোনও উপায় নেই। যদিও এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে সেবিষয়ে কিছু সদুত্তর মেলেনি।
তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত অনেকেই জানিয়েছেন, বিশ্বজুড়ে এক অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে হয়েছিল। যার ফলে ভারতীয় বহু সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলিও ক্লায়েন্ট হারিয়েছে। যার কারণে রেভেনিউ জেনারেট একধাক্কায় অনেকটাই কমেছে। আর তাই কর্মী সংকোচনের পথে হাঁটছে সংস্থাগুলি।