Unclaimed Deposits: দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা, নেওয়ার লোক নেই

Updated : Aug 11, 2022 20:14
|
Editorji News Desk

দেশের বিভিন্ন ব্যাঙ্কে বর্তমানে পড়ে থাকা দাবিহীন টাকার মোট পরিমাণ ৪৮ হাজার কোটি টাকার বেশি (Unclaimed Deposits)। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। 

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, অনেক সময় দেখা যাচ্ছে, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি, মেয়াদ উত্তীর্ণ ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূরণ হওয়ার পরেও সেই টাকা ১০ বছর বা তার বেশি সময় ধরে দাবিদারহীন অবস্থায় পড়ে রয়েছে।

উল্লেখ্য, ব্যাঙ্কের নিয়ম অনুসারে যখন কোনও অ্যাকাউন্টে টাকা ১০ বছর বা তার বেশি সময় ধরে দাবিদারহীন অবস্থায় পড়ে থাকে, তখন সেই টাকাকে ব্যাঙ্ক ‘দাবিহীন আমানত’ (Unclaimed Deposits) বলে ঘোষণা করে।

MAKAUT Recruitment: হাই কোর্টের নির্দেশে ম্যাকাউটের উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল

বিগত বছরগুলিতে কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাবিহীন আমানতের পরিমাণ। গত আর্থিক বছরে এই পরিমাণ ছিল ৩৯,২৬৪ কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ২০২১-২২ অর্থবর্ষে এই পরিমাণ বেড়ে ৪৮,২৬২ কোটি টাকা হয়েছে। যে রাজ্যগুলির ব্যাঙ্কগুলিতে রয়েছে সর্বাধিক দাবিহীন আমানত সেগুলি হল তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার এবং তেলাঙ্গানা।  

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই একাধিক সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলেও তাঁরা তাঁদের পূর্ববর্তী সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টগুলি আর বন্ধ করছেন না। যার ফলে ওই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হয়ে থেকে যাচ্ছে এবং সেখানে থাকা অর্থ দাবিহীন টাকার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।

আবার কিছু কিছু ক্ষেত্রে এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলিতে অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের অ্যাকাউন্টের নমিনি আপডেট করেননি, যার ফলে, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলেও সেখানে পড়ে থাকা টাকা দাবিহীন অবস্থায় থেকে যাচ্ছে।

 

RBIReserve Bank Of India

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই