এবার থেকে অযোধ্যাতে চাইলেই কিনতে পারবেন জমি। রিয়েল এস্টেট ডেভেলপার হাউস অফ অভিনন্দন লোধা (HoABL), অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনেই ৫১ একর জমির উপর ২৫০টি প্লট চালু করেছে। প্রায় ১২০০ কোটি টাকা বিনোয়োগ করে এই পরিকল্পনা করা হয়েছে।
Ram Idol : কৃষ্ণ শিলায় শোভা পাচ্ছে রামের ৫ বছরের রূপ, প্রকাশ্যে এল সোনার অলঙ্কারে মোড়া মূর্তি
রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিট, এবং অযোধ্যা বিমান বন্দর থেকে আধ ঘন্টার ড্রাইভ-এই পৌঁছে যাওয়া যাবে এই সাত তারা বিশিষ্ট বিলাসবহুল এস্টেটে। ইতিমধ্যেই বিগ-বি অমিতাভ বচ্চন অযোধ্যার হাউস অফ অভিনন্দন লোধা এস্টেটে ১০,০০০ স্কয়ার ফিটের একটি জমি কিনেছেন, যার মূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা দিয়ে।