মাস পয়লার আগেই মধ্যবিত্তের মাথার উপর আরও বাড়ল ইএমআইয়ের বোঝা। উৎসবের মরশুম শুরুর আগেই শুক্রবার ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। মূলত মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপেই এদিন ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে। যারফলে, রেপো হার বেড়ে হল পাঁচ দশমিক নয় শূন্য় শতাংশ। চলতি বছরের মে মাসেই রেপোর হার বৃদ্ধি করা হয়েছিল।
৫.৪০ শতাংশ থেকে বেড়ে ৫.৯০ শতাংশ। এই ৫০ বেসিস পয়েন্ট বাড়ায় বিশেষজ্ঞদের দাবি, রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্য়াঙ্কে ইএমআই আরও বাড়বে বলেই আশঙ্কা। বিশেষ করে বাড়ি-গাড়ির ঋণের লোনের পাশাপাশি ব্যক্তিগত লোনের ইএমআই আরও বাড়বে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এর আগে রিজার্ভ ব্যাঙ্ক যতবার রেপো রেট বাড়িয়েছে, ততবারই মহার্ঘ্য হয়েছে ইএমআই।
গত আড়াই বছর করোনার জেরে রেপোর হার অপরিবর্তিত রাখা হয়েছিল। অর্থমন্ত্রকের দাবি, গত মে মাস থেকে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। যার জন্যই মে মাসের পর সেপ্টেম্বরের শেষ দিনে ফের বাড়ানো হল রেপো রেট। এদিনই বৈঠকে বসেছিল মনিটারি পলিসি কমিটি।