ধনসম্পদের বণ্টনে নজিরবিহীন বৈষম্য! মাত্র ১ শতাংশ ভারতীয়'র হাতে রয়েছে দেশের ৪০ শতাংশ সম্পদ। আর, দেশের জনসংখ্যার অর্ধেকের হাতে রয়েছে দেশের মোট ধনসম্পদের মাত্র ৩ শতাংশ! জানাচ্ছে অক্সফ্যামের নতুন রিপোর্ট। অক্সফ্যামের সমীক্ষায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়- এ বিশ্বের অর্ধেক জনসংখ্যার কাছে অর্থাৎ প্রায় ৩৬০ কোটি মানুষের কাছে যে পরিমাণ অর্থ বা সম্পত্তি রয়েছে, মাত্র ৮ জন ধনকুবেরের কাছেই এই মুহূর্তে সেই পরিমাণ সম্পত্তি রয়েছে। ২০২৩ সালের শুরুতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (ডব্লুইএফ) বার্ষিক সভা শুরু হওয়ার আগে জাতীয় বৈষম্যের রিপোর্ট প্রকাশ করেছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
ভারতে ৮৪ জন বিলিয়নেয়ারের কথা অক্সফ্যামের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ৮৪ জনই ২৪ হাজার ৮০০ কোটি ডলারের মালিক। প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।
অক্সফ্যাম আরও জানায় যে, ভারতের ১০ জন ধনকুবেরের ওপর মাত্র ৫ শতাংশ কর আরোপ করলেই স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ অর্থের প্রয়োজন মিটে যাবে।