অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের বিপুল সম্পত্তির কথা কারও অজানা নয়। বিভিন্ন সময়ে মন্দিরের বিপুল সম্পত্তি নিয়ে নানা ভুয়ো খবর ছড়ায় সোশ্যাল মিডিয়া। এবার ৮৯ বছর পর নিজেদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করল তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট।
আর তাতেই দেখা যাচ্ছে ভেঙ্কটেশ্বরের মোট সম্পত্তির পরিমাণ ২.২৫ লক্ষ কোটি। যা আইটি সংস্থা উইপ্রো, খাদ্য ও পানীয় সংস্থা নেসলে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ওএনজিসির মতো বড় আট কোম্পানির সম্পত্তির থেকেও বেশি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর ছড়ায়। যেখানে বলা হয় মন্দির কর্তৃপক্ষ ভেঙ্কটেশ্বর মন্দিরের অতিরিক্ত সম্পত্তি অন্ধ্রপ্রদেশ সরকারের হাতে তুলে দেবে। এদিনই ট্রাস্টের তরফে ঘোষণা করা হয় ভক্তদের ভুয়ো খবর দেওয়া হয়েছে। এই রকম কোন সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেয়নি। এরপরই একটি শ্বেতপত্র প্রকাশ করে জানানো হয়েছে মন্দিরের সম্পত্তি ব্যাংকের সুরক্ষিত রয়েছে।
১৯৩৩ সালের পর এই প্রথম মন্দির সম্পদের পরিমাণ ঘোষণা করল। শ্বেতপত্র অনুযায়ী, বালাজি তিরুপতির ১০.২৫ টন সোনা রয়েছে। নগদ টাকার পরিমান ১৬ হাজার কোটি। যা ব্যাঙ্কে গচ্ছিত রাখা রয়েছে। এই দুই মিলিয়ে সম্পত্তির পরিমাণ ২.২৫ কোটি টাকা। এছাড়াও গোটা দেশ জুড়ে বালাজির সম্পত্তি রয়েছে। জমির পরিমাণ রয়েছে ৭ দশমিক ১২৩ একর। এছাড়াও ৯৬০ টি সম্পত্তি রয়েছে।