বিষয়ী মানুষেরা চান সোনায় বিনিয়োগ করতে। কারণ এই ধাতু ঘরে রাখা মানে দিনে দিনে লাভবান হওয়া। বিয়ের মরসুমে সোনার দাম কমলেও পৌষ পড়তেই কলকাতার বাজারে (Kolkata Gold Price) বেড়েছে সোনার দাম (Gold Price) । গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫,০১০ টাকা। মঙ্গলবারের তুলনায় দাম বেড়েছে ৫০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম যাচ্ছে ৫০, ১০০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় দাম বেড়েছে ৫০০ টাকা।
সেই অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৬৫ টাকা মঙ্গলবারের তুলনায় যা ৫৪ টাকা বেশি। একইভাবে , ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,৬৫০ টাকা।
Gold Price Today: সপ্তাহের দ্বিতীয় দিনে হলুদ ধাতুর দর কত?
আন্তর্জাতিক বাজারে মহার্ঘ্য সোনা। বিয়ের মরশুমে প্রায় রোজই বেড়েছে সোনার দাম। যার প্রভাব পড়েছে কলকাতার বাজারে। কিছুদিন দাম অপরিবর্তিত থাকার পর বুধবার সামান্য বাড়ল সোনার দাম।