সামনেই বিয়ের মরসুম। স্বভাবতই এই সময় সোনা রুপো কেনার হিড়িক দেখা যায়। মূল্যবান এই দুই ধাতু কেনার আগে বাজার দর না জেনে গেলেই বেজায় ঠকতে পারেন। তবে মধ্যবিত্তর জন্য সুখবর, সোমবার সোনার দাম কমেছে। তাই কার্যত সোনায় সোহাগা সময় চলছে বাঙালির।
মাসের প্রথম দিনেই উল্লেখযোগ্য হারে দাম পড়ল সোনার। এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬০০ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারেটের দাম কমেছে ৬০০০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৬০০ টাকা। অন্যদিকে গত কালের তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৬৬ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,১১৮ টাকা।
কিন্তু সোনার দাম কমলেও উত্তরোত্তর বাড়ছে রুপোর দাম। মংঙ্গলবার বেশ খানিকটা দাম বেড়েছে রুপোর। গত তিনমাসে মঙ্গলবার সর্বোচ্চ হয়েছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৬,২০০ টাকা। মঙ্গলবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৪৩.৪৩ মার্কিন ডলার। সোনার দাম কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। যাদের এই মুহূর্তে সোনা কেনার প্ল্যান নেই, তারাও একবার ঢুঁ মারতে পারেন দোকানে। কেননা গত এক মাসে মঙ্গলবার সোনার দাম পড়েছে উল্লেখযোগ্য হারে।