Twitter Blue: সাবক্রিপশনে আর মিলবে না ব্লু টিক, বন্ধ মাস্কের টুইটার ব্লু

Updated : Nov 19, 2022 07:30
|
Editorji News Desk

বন্ধ হয়ে গেল টুইটার ব্লু। নতুন পরিষেবা শুরু হতে না হতেই ধাক্কা খেল মাস্কের মালিকানাধীন টুইটার। টুইটার প্ল্যাটফর্মে আর টুইটারের ব্লু সাবসক্রিপশন ফিচারটি দেখা যাচ্ছে না। এমনকি অনেক ইউজারদের দাবি, টুইটার ব্লুয়ে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপের অপশনটিও দেখা যাচ্ছে না।

সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লুটিক পাওয়ার জন্য মাসিক সাবসক্রিবশনে নিয়ম চালু করেছিল টুইটার। মাস্ক টুইট করে জানিয়েছিলেন, ব্লু টিকের যে পদ্ধতি মানা হচ্ছে তা ঠিক, বরং সবার হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার। তাই প্রতি মাসে ব্লু টিক বাবদ দিতে হবে আট ডলার। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী, প্রতি মাসে ৬৬২ টাকা। মাস্ক এও জানিয়েছেন, জায়গা বিশেষে টাকার পরিমাণ বদল হবে।

সংস্থা সূত্রের খবর, টুইটারে এই পরিষেবা চালু হতেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরির হিড়িক বাড়ে। টাকা দিয়ে বিভিন্ন নামী সংস্থা, ব্যক্তিত্বদের নামে সাবক্রিপশন দিয়ে একাধিক ভুয়ো ব্লু টিক অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার ঘটনাও সামনে আসে। এর ফলে এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেন মাস্ক। তবে, ইতিমধ্যেই যাদের অ্যাকাউন্ট রয়েছে তাঁদের কোনও সমস্যায় পড়তে হবে না। 

টুইটার মাস্কের মালিকানায় আসার পরে নিত্যনতুন নিয়ম আনা হচ্ছে বলে আগে থেকেই নানা অভিযোগ জানিয়েছিলেন ক্রেতারা। বর্তমানে বার বার নিয়ম তৈরি এবং তা প্রত্যাহারের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেছেন গ্রাহকরা।

Twitter BlueTwitterElon Musk

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই