বন্ধ হয়ে গেল টুইটার ব্লু। নতুন পরিষেবা শুরু হতে না হতেই ধাক্কা খেল মাস্কের মালিকানাধীন টুইটার। টুইটার প্ল্যাটফর্মে আর টুইটারের ব্লু সাবসক্রিপশন ফিচারটি দেখা যাচ্ছে না। এমনকি অনেক ইউজারদের দাবি, টুইটার ব্লুয়ে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপের অপশনটিও দেখা যাচ্ছে না।
সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লুটিক পাওয়ার জন্য মাসিক সাবসক্রিবশনে নিয়ম চালু করেছিল টুইটার। মাস্ক টুইট করে জানিয়েছিলেন, ব্লু টিকের যে পদ্ধতি মানা হচ্ছে তা ঠিক, বরং সবার হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার। তাই প্রতি মাসে ব্লু টিক বাবদ দিতে হবে আট ডলার। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী, প্রতি মাসে ৬৬২ টাকা। মাস্ক এও জানিয়েছেন, জায়গা বিশেষে টাকার পরিমাণ বদল হবে।
সংস্থা সূত্রের খবর, টুইটারে এই পরিষেবা চালু হতেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরির হিড়িক বাড়ে। টাকা দিয়ে বিভিন্ন নামী সংস্থা, ব্যক্তিত্বদের নামে সাবক্রিপশন দিয়ে একাধিক ভুয়ো ব্লু টিক অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার ঘটনাও সামনে আসে। এর ফলে এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেন মাস্ক। তবে, ইতিমধ্যেই যাদের অ্যাকাউন্ট রয়েছে তাঁদের কোনও সমস্যায় পড়তে হবে না।
টুইটার মাস্কের মালিকানায় আসার পরে নিত্যনতুন নিয়ম আনা হচ্ছে বলে আগে থেকেই নানা অভিযোগ জানিয়েছিলেন ক্রেতারা। বর্তমানে বার বার নিয়ম তৈরি এবং তা প্রত্যাহারের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেছেন গ্রাহকরা।