এই নিয়ে টানা ৭২ ঘণ্টা। সোনার দামে ওঠা-পড়া না হওয়ায় স্বস্তিতে বঙ্গজীবন। গত ৫ অগাস্ট শেষবার দাম বেড়েছিল। সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ৮৭০ টাকা। অপরিবর্তিত আছে রুপোর দামও। এক কেজি রুপোর দাম ৫৭ হাজার ৪০০ টাকা।
বিয়ের মরশুম। তার মধ্য়েই গত শুক্রবার হঠাৎ করেই বেড়ে যায় সোনার দাম। উদ্বেগ বাড়ে মধ্যবিত্তের। কিন্তু সোমবার দাম একই জায়গায় থাকায় স্বস্তি। আন্তর্জাতিক বাজারে এদিন এক আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৭৭৩ মার্কিন ডলার।
সপ্তাহের শুরুতে শেয়ার বাজারেও ভাল ব্যবসা করেছে সোনার কোম্পানিগুলি।