ব্লকচেন প্রযুক্তিতে ডিজিটাল মুদ্রা (Digital currency) আনছে ভারত। ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union budget 2022-23) পেশ করতে গিয়ে এই কথা জানালেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানান, চলতি অর্থবর্ষেই ডিজিটাল মুদ্রা (Digital currency) আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। এর সঙ্গেই নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) ঘোষণা, ভার্চুয়াল ও ডিজিটাল সম্পদের আয়ের উপর ৩০ শতাংশ কর দিতে হবে বিনিয়োগকারীদের।
আরও পড়ুন: মানসিক স্বাস্থ্যের উন্নতিতে টেলি মেন্টাল হেলথ সেন্টারের প্রস্তাব
ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) মতো জনপ্রিয় ব্লকচেন পদ্ধতিতে রাখা হবে এই মুদ্রা লেনদেন সংক্রান্ত তথ্যাদি।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই, টুইট মমতার
উল্লেখ্য, ডিজিটাল মুদ্রা (Digital currency) নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনা-চিন্তা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। গত বছরই ডিজিটাল মুদ্রার (Digital currency) প্রচলন করার কথা জানানো হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে। গত বছরের অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)-র প্রস্তাব এনেছিল।
এই বিষয়ে আইন সংশোধন করারও প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এবার সেই ডিজিটাল মুদ্রা (Digital currency) নিয়েই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।