অবশেষে আদানি কাণ্ডে (Adani Stock Rout) মুখ খুলল সেবি (SEBI)। শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংস্থা আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে, বাজারের প্রতি মানুষের বিশ্বাস বজায় রাখতে বদ্ধপরিকর তারা। যদিও গোটা বিবৃতিতে আদানি গোষ্ঠীর নাম নেয়নি সেবি। তবে জানিয়েছে, একটি ব্যবসায়িক গোষ্ঠীর শেয়ারের দামে ওঠাপড়া তাদের নজর এড়ায়নি।
আমেরিকার শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্ট আদানি গোষ্ঠীর ভিত নড়িয়ে দিয়েছে। শনিবার বিবৃতি দিয়ে সেবি জানিয়েছে, বাজারের প্রতি মানুষের বিশ্বাস ঠিক রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে হিন্ডেনবার্গের রিপোর্টে যে বেনিয়ম ও তদন্তের দাবি জানানো হয়েছে, তা নিয়ে সরাসরি কিছু উল্লেখ করেনি সেবি।
আরও পড়ুন: ক্রেতাদের মুখে সোনার হাসি, সপ্তাহের শেষ দিনে হলুদ ধাতুর দর কত?
গত ২৪ জানুয়ারি, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসে। এরপর থেকে ১০ হাজার কোটি ডলারের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গোষ্ঠী। বিশ্বের একাধিক প্রতিষ্ঠান ও বিদেশি ব্যাঙ্ক আদানি গোষ্ঠীতে বিনিয়গের অর্থ না জোগানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।