গরম পড়লেই বিয়ারের (Beer Sale) চাহিদা বাড়ে। এই সময় অনেকেরই পছন্দের পানীয় হয়ে ওঠে কোল্ড বিয়ার। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মার্চ, এপ্রিল, মে— চলতি বছরের এই তিন মাসেই রাজ্যে বিয়ার বিক্রি বাবদ ৬৫০ কোটি টাকা ঢুকেছে আবগারি দফতরের (West Bengal Excise Department) কোষাগারে।
মদ বাবদ রাজস্ব আদায় বাড়াতে ইতিমধ্যে রাজ্য সরকার অ্যালকোহল জাতীয় পানীয়ের দামের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। দেশি ও বিদশি উভয় প্রকার মদের ক্ষেত্রেই দাম অনেকটা কমানো হয়েছে।
আবগারি দফতর সূত্রে খবর, গত বছর থেকেই কম অ্যালকোহল রয়েছে এমন পানীয়ের দাম কমিয়ে সেগুলির বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তাই বিয়ার ও ওয়াইনের দাম কমানো হয়েছে। সরকারের সেই উদ্যোগ সফল হয়েছে। দাম কমানোর পর এবার গ্রীষ্মে বিয়ারের বিক্রি বেড়েছে কয়েক গুণ। এত কম সময়ে শুধু বিয়ার বিক্রি করেই এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পেরে খুশি আবগারি দফতর।
*এডিটরজি মদ্যপানে কোনওভাবে উৎসাহ দেয় না।