প্রতি বছরের মতোই চলতি বছরের বাজেট নিয়েও করদাতাদের প্রত্যাশা তুঙ্গে। আনন্দ রাঠি ওয়েলথ ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফিরোজ আজিজ জানালেন আসন্ন বাজেটে অর্থমন্ত্রীর কাছে কী কী আশা করছেন তাঁরা।
ট্যাক্স স্ল্যাবে বদলঃ ৩০ শতাংশের আয়করের স্ল্যাব কমিয়ে ২৫ শতাংশ করা। সর্বোচ্চ করসীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা।
৮০সি সীমার বৃদ্ধিঃ সেকশন ৮০-সি'র সীমা বাড়িয়ে দেড় লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা করা। যাতে ইএলএসএস, এনপিএস এবং পিপিএফে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়।
৮০-ডি সীমার বৃদ্ধিঃ স্বাস্থ্যবিমার জন্য সেকশন ৮০-ডি এর সীমা বৃদ্ধি করলে তা বিমাক্ষেত্রকে শক্তিশালী করতে সাহায্য করবে।
দীর্ঘমেয়াদি মূলধনের লাভের লক্ষ্য থেকে অব্যাহতি: ৫ বছর বা ১০ বছরের মিউচুয়াল ফান্ডের ওপর থেকে এলটিএসজি-র অব্যাহতি। এর ফলে মিউচুয়াল ফান্ডে অর্থের যোগান ঠিক থাকবে বলে মনে করা হচ্ছে। যার ফলে নিয়োগকারীরা একটি পান্ডেই দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন।
ডিএলসিসি-র সূচনা: এনএসসি-র মতো উচ্চ লক-ইন ব্যবস্থার থেকে তুলনায় অনেক কম লক-ইনের সময় নিয়ে ডেট লিঙ্কড সেভিণ স্কিমের সূচনা।