দেশের পাইকারি মুদ্রাস্ফীতিতে সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ১৫.৮৮ শতাংশ। এপ্রিলে মুদ্রাস্ফীতির সূচক ছিল ১৫.০৮ শতাংশ। গত বছর মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল ১৩.১১ শতাংশ।
টানা ১৪ মাস পাইকারি মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কের ঘরে। সোমবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রাহক মূল্য সূচকে মুদ্রাস্ফীতির হার মে মাসে কমে ৭.০৪ শতাংশ হয়েছে। এপ্রিলে যা ছিল ৭.৭৯ শতাংশ। গত ৯ বছরে পাইকারি মুদ্রাস্ফীতির সূচক এই প্রথম এত উপরে উঠেছে।
আরও পড়ুন: রেপো রেট বৃদ্ধিতে গৃহঋণে ইএমআই কত বাড়ল জেনে নিন
গত শুক্রবার এই নিয়ে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাইকারি মুদ্রাস্ফীতির হার বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। খুচরো মুদ্রাস্ফীতি নিয়েও আগাম ইঙ্গিত দিয়ে রাখা হয়েছিল।