উইপ্রো-মেটা-ডেলের পর এবার ইয়াহু(Yahoo Layoff)। বিশ্বজুড়ে চলতে থাকা গণছাঁটাই আবহেই ইয়াহু জানিয়েছে, এবার তাঁরাও কর্মীসংখ্যা প্রায় ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে কাজ হারাতে পারেন প্রায় ১৬০০ কর্মী। সংস্থা সূত্রে খবর, ‘অ্যাড টেক ইউনিট’কে(Ad-tech Unit) ঢেলে সাজতেই তাঁদের এই সিদ্ধান্ত। এই খবর প্রকাশ পেতেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে কর্মীদের মধ্যে। আগামীদিনে কার ঘাড়ে ছাঁটাইয়ের কোপ এসে নামবে, তা বুঝে উঠতে পারছেন না সংস্থার কর্মীরা। অন্যান্য সংস্থাগুলির মতোই ইয়াহুও(Yahoo Layoff) আর্থিক মন্দাকেই এই পদক্ষেপের মূলে দাঁড় করিয়েছে।
সোমবার ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে চিকিৎসাগত প্রযুক্তি ডিভাইস নির্মাতা ফিলিপস। এদিন সংস্থার সিইও রয় জ্যাকবস এই ঘোষণা করেন। ২০২৫ সালের মধ্যে ফিলিপস কর্মীসংখ্যা আরও কমিয়ে আনার পথে হাঁটবে বলেই জানান তিনি। তার আগে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোতেও(Wipro Layoff) ছেঁটে দেওয়া হয় ৪৫২ জন নতুন কর্মীকে। পারফরম্যান্স যাচাইকরণের পরীক্ষার অকৃতকার্য হতেই এই ব্যবস্থা নেয় সংস্থা।
আরও পড়ুন- Amit Shah's Bengal Visit: পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে অমিত শাহ, রবিবারই কাঁথি-কাটোয়ায় সভা নাড্ডার
মূলত, করোনা (Covid) অতিমারির পর বিশ্বের একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। টুইটার (Twitter), গুগল (Google), মাইক্রোসফট (Microsoft) থেকে ডেল বা ইয়াহু, সর্বত্রই 'ছাঁটাই ঝড়' অব্যাহত।