ট্রেনের টিকিট বাতিল (Train Ticket Cancellation) করার ক্ষেত্রে বাড়ছে খরচ। বাতিল মূল্যের ওপর বসতে চলেছে জিএসটি (GST)। অর্থাৎ টিকিট বাতিলকারীকে এখন রেল ছাড়া কেন্দ্রকেও টাকা দিতে হবে টিকিট বাতিল করার জন্য। টিকিট কাটার জন্যেও কর দিতে হয় সরকারকে।
৩ অগস্ট কেন্দ্রের অর্থ মন্ত্রালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিটের তরফে এই সার্কুলার জারি করা হয়েছে। টিকিট বাতিলের পাশাপাশি হোটেলে ঘর সংরক্ষণ বাতিলেও কর বসানোর কথা বলা হয়েছে।
Pradip Mukherjee : সত্যজিতের 'সোমনাথ'-এর বিদায়, প্রয়াত প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়
ট্রেনের টিকিট সংরক্ষণ করার সময় ভারতীয় রেল এবং গ্রাহকের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়, টিকিট বাতিল করা হলে সেই চুক্তি ভাঙা হয়, এবং সে কারণেই বাড়তি অর্থ নেওয়া হচ্ছে বলে রেলের যুক্তি।
এত দিন ট্রেনের টিকিট কাটার সময় ৫ শতাংশ কর দিতে হত। নতুন নিয়মে সেই টিকিট বাতিল করলেও বাতিল মূল্যের উপর আবার ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে।
রেলের টিকিট সফরের ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করা হলে টিকিটের মোট দামের ২৫ শতাংশ নেওয়া হয় বাতিল-মূল্য হিসাবে। এখন থেকে তারই উপর বসবে পণ্য পরিষেবা কর।