বুধবার সকালেই বিপর্যয়ের সম্মুখীন হল ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর (Zomato) শেয়ার।
৩৭৩ মিলিয়ন ডলার ব্লক চুক্তির মাধ্যমে উবার (Uber) জোম্যাটোর ৭.৮ শতাংশ শেয়ারের বিক্রেতা হতে পারে বলে জানা গিয়েছে। যে শেয়ারের (Zomato share) ভারতীয় বাজারে মূল্য প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা।
৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৬১২ মিলিয়ন শেয়ারের অফার সাইজ ব্লক ডিলের জন্য সেট করা হয়েছে।
রিপোর্ট জানাচ্ছে, বুধবারের চুক্তি অনুযায়ী শেয়ার পিছু ৪৮ টাকা থেকে ৫৪ টাকা অফার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুরু হল বাংলার ক্রিকেট দলের অনুশীলন, প্রথমদিনেই ইডেনে দৃঢ়প্রতিজ্ঞ লক্ষ্মীরতন শুক্লা
জোম্যাটোর শেয়ারের আইপিও লিক-ইন হওয়ার এক বছর পেরোনোর এক সপ্তাহের মধ্যেই উবারের এই সিদ্ধান্তকে 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছে ওয়াকিবহালমহল।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে জোমাটো (Zomato) কিনে নিয়েছিল উবরের (Uber) ফুড ডেলিভারির ব্যবসা ‘উবর ইটস’কে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৫০০ মিলিয়ন ডলারে উবর ইটসকে কিনেছিল জোমাটো। ভারতীয় মুদ্রায় তা প্রায় ২৪৯২ কোটি টাকা।