ফেব্রুয়ারিতে চাকরি খুইয়েছেন জুম (ZOOM)-এর ১৩০০ কর্মী। এবার চাকরি হারালেন খোদ জ়ুম-এর প্রেসিডেন্ট গ্রেগ টুম্ব (president greg tomb)। যদিও সংস্থা ঠিক কী কারণে তাঁকে ছাঁটাই করেছে তা এখনও জানা যায়নি।
গত ৩ মার্চ ক্যালিফোর্নিয়ার সান হোসের এই ভিডিয়ো কমিউনিকেশন সংস্থা একটি বিবৃতি দিয়ে জ়ুম গ্রেগকে তাঁর পদ থেকে সরিয়ে দেয়। সংস্থার তরফে এও জানানো হয়েছে, কারণ না দেখিয়ে গ্রেগকে অপসারণ করার জন্য নিয়ম অনুযায়ী তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন - আমেরিকার সংস্থার কাছে ১৫ হাজার কোটি টাকার বেশি শেয়ার বিক্রি আদানি গোষ্ঠীর
প্রেসিডেন্ট হিসাবে জুমে এক বছরও চাকরি করেননি গ্রেগের। গত বছরের জুনে তাঁকে এই পদে বসিয়েছিল জ়ুম। যদিও গ্রেগের পরবর্তীতে ফের কাকে বেছে নেওয়া হবে প্রেসিডেন্ট হিসেবে তা এখনও খোলসা করেনি সংস্থা।