জামনগরে অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে দেখা গিয়েছিল মার্ক জুকারবার্গকে। আর ঠিক তার পরপরই বিপর্যয়ের মুখে ফেসবুক-ইন্সটাগ্রাম। একরাতেই হু হু করে পড়ল জুকারবার্গের সম্পত্তি।
ভারতীয় সময় মঙ্গলবার রাতে আচমকাই বিপর্যয়ের মুখে পড়ে ফেসবুক এবং ইন্সটাগ্রাম। তার জেরে ৩০০ কোটির ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়লেন মার্ক জুকারবার্গ। একদিনে জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ কমেছে ২.৭৯ বিলিয়ন ডলার।
Kangana Ranaut: 'কারোর বিয়েতে কোনওদিন নাচিনি'! তিন খানেদের কটাক্ষ কঙ্গনার!
জামনগরের উদযাপনের রেশ কাটেনি, এরই মধ্যে এমন ভরাডুবি। নেটিজেনদের সেই নিয়ে মিমের শেষ নেই। কেউ বলছেন আম্বানিদের বিয়েতে গিয়ে মার্কের কাজ থেকে মন উঠে গেছিল। কেউ বলছেন অনন্তের হাতঘড়িটা প্রিসিলাকে কিনে দিতে না পারা পর্যন্ত কাজে মন দিতে পারছিলেন না। মালিক ছুটিতে গেলে কোম্পানি উঠে যাওয়ার উপক্রম হয়, এমন মিমও ভাইরাল হয়েছে সোশ্যালে।
তবে বিপুল আর্থিক ক্ষতি সত্ত্বেও বিশ্বের ধনীদের ক্রমতালিকায় ৪ নম্বর স্থানেই আছেন তিনি, জানিয়েছক ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। ঘণ্টাখানেক বিপর্যয়ে মেটার শেয়ার পড়েছে ১.৬ শতাংশ।
ফেসবুক, ইন্সটাগ্রামের আচমকা বিপর্যয়ে বিপুল ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যবহারকারীরা। সোস্যাল মিডিয়ায় এখনও ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।