২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আজ। গত কয়েক বছর ধরে উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো মহাতারকাকে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিল বাঙালি। এবার অবশ্য বিগ বি এবং বাদশা দু'জনের কেউই আসছেন না। অমিতাভ আসছেন না শারীরিক কারণে, কিং খান ব্যস্ত মেয়ের ছবি নিয়ে৷ তবে চলচ্চিত্র উৎসবে চাঁদের হাটই বসবে। বলিউড তারকাদের মধ্যে থাকবেন ভাইজান সলমন খান।
সলমন ছাড়াও থাকবেন বলিউডের একঝাঁক স্টার৷ থাকবেন কমল হাসন, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহার মতো তারকারা। চলচ্চিত্র উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা গানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং 'দীক্ষামঞ্জরী'র ছাত্রছাত্রীরা। থাকবেন সদ্য রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসাডার হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া টলিউডের হুজ হু-রা তো থাকবেন বটেই।