'সজনা বরসে হ্যাঁয় কিউ আঁখিয়া...' আজ যেন গানটা বারবার কানে বাজছে । আর ভিজিয়ে দিচ্ছে চোখ । এমন উদাত্ত কণ্ঠ, এমন দরদ খুব কম কণ্ঠেই পাওয়া যায় । তাঁর প্রতিটা গান যেন মায়ার বাঁধনে ভরপুর । কিন্তু, আজ সেই কণ্ঠ চিরজীবনের মতো থেমে গেল । শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী রশিদ খান প্রয়াত । মঙ্গলবার কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ।
গানেই তাঁর পরিচয়, গানেই তাঁর শিল্পীসত্ত্বা । তাই শিল্পীর মৃত্যু হলেও, তাঁর রেখে যাওয়া শিল্পগুলি যে অবিনশ্বর । তাঁর গানেই বারবার আমরা তাঁকে ফিরে পাব, ফিরে পাব সেই কণ্ঠকে । বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন দেশকে । মন খারাপের দিনে, গানে গানেই স্মরণ করা হোক উস্তাদ রশিদ খানকে । একনজরে দেখে নিন.. শিল্পীর পাঁচ সেরা গান
আওগে জব তুম
উস্তাদ রশিদ খানের অন্যতম হিট বলিউড গান । ২০০৭ সালে জব উই মেট সিনেমায় 'আওগে জব তুম' গানটি প্লেব্যাক করেছিলেন তিনি । এত বছর পরেও সেই গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি ।
সজনা বরসে হ্যাঁয় কিউ আঁখিয়া
'বাপি বাড়ি যা' সিনেমার গান । জিৎ গঙ্গোপাধ্যায়ের সুর । কণ্ঠ দিয়েছেন রশিদ খান । গানটার মধ্যে একটা আলাদাই যেন দরদ রয়েছে । যা বারবার চোখে জল এনে দেয়
পিয়া তোরা কয়স্যা অভিমান
রেইনকোট সিনেমার গান । ২০০৪ সালে মুক্তি পায় সিনেমাটি । গুলজারের লেখা, আর রশিদ খানের কণ্ঠে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে
ভরা বাদর
উস্তাদ রশিদ খানের কণ্ঠে একেবারে অন্যরকম গান । কবি বিদ্যাপতির লেখা 'ভরা বাদর..শূন্য মন্দির মোর'-এ সুর ঢেলেছেন বিক্রম ঘোষ ।
আল্লাহ হি রহেম
'মাই নেম ইজ খান'সিনেমার গান । রশিদ খানের বলিউডের প্রতিটা গানেই শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া রয়েছে ।