প্রিয় তারকাকে নিদেনপক্ষে একবার ছুঁয়ে দেখার স্বপ্ন কার না থাকে? কিন্তু তাঁদের আশেপাশের নিরাপত্তাবলয় পেরোনো তো আর মুখের কথা নয়। কিন্তু কথাতেই আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। এবার 'RRR' খ্যাত জুনিয়র NTR কে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না এক যুবক৷ অভনেতার নিরাপত্তা বলয় ডিঙিয়েই দর্শকাসন থেকে সোজা উঠে গেলেন মঞ্চে। জড়িয়ে ধরলেন NTR কে। নিরাপত্তারক্ষীরা যখন ওই যুবককে ধাওয়া করতে উদ্যত, তখনই ছেলেটিকে জড়িয়ে ধরলেন NTR।
এই দৃশ্য দেখে চোখ জুড়িয়েছে নেটিজেনদের। অভিনেতা যুবকের সঙ্গে কোনও রকম খারাপ ব্যবহার করতেও মানা করেন। অভিনেতাকে ছুঁতে পারার আনন্দে যুবক তখন বেজায় খুশি৷ এই অপূর্ব মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বজয়ী ছবির অভিনেতার এহেন ব্যাবহার মন কেড়েছে সকলের।