চলতি বছরে আমির খানের ব্যস্ততা তুঙ্গে থাকবে বলে মনে হচ্ছে। আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি 'লাল সিং চাড্ডা'। হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক আমির খান-করিনা কাপুর অভিনীত এই ছবি। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে রয়েছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্যও। এর মধ্যেই আমির-ভক্তদের জন্য আরও একটি সুখবর। শোনা যাচ্ছে, বলিউডের এই কিংবদন্তি অভিনেতার পরের ছবিটি হতে চলেছে একটি স্পোর্টস-ড্রামা। ছবির পরিচালক আর এস প্রসন্ন। আমির খান ইতিমধ্যেই ছবিটি সই করে ফেলেছেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি 'ক্যামপিওনস'-এর গল্পের ওপর ভিত্তি করেই তৈরি হবে এই ছবিটি। এক বদরাগী বাস্কেটবল কোচের গল্প। যিনি স্পেশাল অলিম্পিকের জন্য বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি দল গড়ে তুলবেন। ইতিমধ্যেই এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, 'লাল সিং চাড্ডা' মুক্তি পাওয়ার পর এই ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।
অন্য একটি রিপোর্ট থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই 'প্রীতম প্যায়ারে' নামের এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহ থেকেই। যদিও, এখনও সরকারিভাবে এই ছবিটি ঘোষণা করা হয়নি।
এই মুহূর্তে সোনু নিগমের গাওয়া 'লাল সিং চাড্ডা'র দ্বিতীয় গান 'ম্যায়ঁ কি করাঁ'র মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন আমির।