ধারাবাহিক দিয়েই আবির চোট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল। তারপর বিগত বহু বছর ধরেই বাংলা ছবির নায়কের তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছেন। দীর্ঘ বিরতির পর আবারও আবিরকে দেখা যাবে ধারাবাহিকে।
সান বাংলার 'সাথী' ধারাবাহিকে দর্শকরা দেখতে পাবেন বাঙালির তরুণ প্রজন্মের হার্টথ্রবকে। তবে কি আবির ফিরেই এলেন সিরিয়ালে? একেবারেই না। সারা মাস জুড়ে প্রতি সপ্তাহে 'সাথী'তে থাকছে নানা চমক। তারই মধ্যে একটি সপ্তাহে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে আবিরকে। নায়ক ওম ওরফে ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়র এবং বন্ধুর চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিয়ালে তাঁর চরিত্রের নামও ‘আবির’, আর মজার ব্যাপার, এই ছবিতে আবিরের মা রুমকি চট্টোপাধ্যায়ও রয়েছেন, 'ঠাম্মা'র চরিত্রে।