ভয়ানক দুর্ঘটনা থেকে একটুর জন্য বাঁচল অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবার। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে তাঁর বাড়িতে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা এবং তাঁর পরিবারও।
এই ঘটনার কথা ইনস্টাগ্রামে শেয়ার করে বড় দুর্ঘটনার থেকে রক্ষ করার জন্য ঈশ্বরকে আশীর্বাদ জানিয়েছেন তিনি। তবে দুর্ঘটনার ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Mimi-Nussrat: 'এখনও ভালবাসি', মিমির সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাতে চান নুসরত
বলিউড টলিউডে পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। খুব শিগগির মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। সত্তরের উত্তাল দশক নিয়ে তৈরি সিরিজটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারী।