২০০৮। বাংলা ছবির বাণিজ্যিক হিসেব নিকেশ বদলে দিয়েছিল একটা ছবি। চিরদিনই তুমি যে আমার। নায়ক নায়িকা নতুন। পরিচালকও নতুন। রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি সুপারহিট। রাহুল বন্দ্যোপাধ্যায়-প্রিয়াঙ্কা সরকার জুটি কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। অথচ সেই ছবিতে অভিনয় নিয়েই আক্ষেপ রয়েছে রাহুলের। রাজের সঙ্গে কাজ করার আর ইচ্ছে নেই, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা।
নবাগত হিসেবে পরিচালক রাজের সঙ্গে নাকি তিক্ততাই তৈরি হয়েছিল অভিনেতার। রাহুলের দাবি, ছবি মুক্তির পরই সম্পর্ক খারাপ হতে শুরু করে। রাহুল, প্রিয়াঙ্কাকে নিয়ে নাকি ইন্ডাস্ট্রিতে খারাপ কথাও বলেছিলেন রাজ।
রাজের পরের ছবি 'প্রেম আমার'-এর চিত্রনাট্য তাঁর কথা ভেবে লেখা হলেও পরে নাকি ছবিতে নেওয়া হয়নি তাঁকে, দাবি রাহুলের, তবে তা নিয়ে আক্ষেপ নেই। সেই ছবি করলে ভবিষ্যতে তৃণমূল নেতা হওয়া ছাড়া আর কোনও 'লাভ' হতো না, বলেছেন রাহুল। এবং তা যে তিনি হতে চাননি, বলেছেন সেটাও।
প্রসঙ্গত, রাহুল প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তিনি যে বামদলের ঘনিষ্ঠ, তা নিয়ে লুকোছাপা নেই অভিনেতার।