মঙ্গলবার মাঝরাতে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। ডেঙ্গিতে আক্রান্ত বোনের জন্য রক্ত চেয়েছিলেন। এগিয়ে এসেছিলেন অনেকে। কিন্তু শেষরক্ষা হল না। বাঁচানো গেল না সাহেবের বোনকে। মঙ্গলবার রাত একটা নাগাদ মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মারা গেলেন তিনি।
এই বোন সাহেবের মাসির মেয়ে। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে সাহেবের বাড়িতে একসঙ্গেই বড় হয়েছেন। বোনকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। কয়েক দিনের জন্য কলকাতার বাইরে গিয়েছিলেন তিনি৷ বিমানবন্দরে নেমেই ছুটে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু পারলেন না বোনকে বাঁচাতে।
মাত্র ৪০ বছর বয়সে চলে গেলেন সাহেবের এই বোন। সাহেব জানিয়েছেন, তাঁর বোনের একটি দু'মাসের মেয়ে আছে। সাহেবের মাকে মেয়েকে দেখাবেন বলেই দিল্লি থেকে এসেছিলেন কলকাতায়। হঠাৎ ডেঙ্গি ধরা পড়ে৷ তাতেই সব শেষ।