এই পৌষ গেলেই টলিপাড়াতে ফের বিয়ের হিড়িক শুরু হবে। ইতিমধ্যেই জানা গেল, এই জানুয়ারিতেই নাকি ছাদনাতলায় বসছেন বল্লভপুরের ভূপতি বাবু। দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিনহার সঙ্গে এই জানুয়ারিতেই বিয়ে অভিনেতা সত্যমের ভট্টাচার্যের। প্রেমিকার সঙ্গে ১১ বছরের সম্পর্ক অবশেষে পেতে চলেছে পরিণতি।
Adarsh Gaurav: শাহরুখের ছবির শিশু অভিনেতা আদর্শ গৌরব, পাড়ি দিচ্ছেন হলিউডে!
আর ১৫ দিন পরেই বিয়েই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রেমিকাকে জড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করে 'রাজামশাই' লিখেছেন, '15 days to go'...আগামী ২২ শে জানুয়ারি তাঁদের বিয়ে৷ বাঙালি মতে মন্ত্র পড়েই বিয়ে করবেন তাঁরা।