২০ নভেম্বর, ২০২২ । ক্যানসারের কাছে হেরে গিয়েছিল একটি মেয়ে । হাসপাতালে সেই দীর্ঘদিনের লড়াই, ভগবানের কাছে প্রার্থনা...কোনও কিছুই কাজে আসেনি । নিয়তির কাছে কেই বা জিততে পারে । বাবা-মা হারান তাঁদের মেয়েকে, দিদি তাঁর বোনকে আর প্রেমিক তাঁর প্রেমিকাকে । সেদিন চোখের জল ফেলেছিল বাংলার প্রত্যেকটা মানুষ । দেখতে দেখতে কেটে গেল একটা বছর । অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যু বার্ষিকী আজ । ঐন্দ্রিলা না থাকলেও, তাঁকে ছাড়া কিন্তু একটা দিনও কাটেনি মা শিখা শর্মার । মেয়ের স্মৃতি আঁকড়ে বাঁচচেন মা । মেয়ের ভালবাসাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ।
মা শিখা শর্মা আনন্দবাজারকে জানিয়েছেন, অভিনেত্রীর মৃত্যুবার্ষিকীর কোনও অনুষ্ঠান কলকাতাতে আয়োজন করেনি তাঁরা । আসলে, মেয়ের মৃত্যুর পর থেকে কলকাতার সঙ্গে সেভাবে যোগাযোগ নেই তাঁদের । ঐন্দ্রিলার জন্মভিটে বহরমপুরেই এখন তাঁরা থাকেন । সেখানেই ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীর সব আয়োজন করেন তাঁরা । মূলত, ঐন্দ্রিলা যেগুলো ভালবাসতো, সেই ভালবাসাগুলোই বাঁচিয়ে রাখতে চান মা । তাই এদিন, তিনি বৃক্ষরোপণ করেন । বহরমপুর মেডিক্যাল কলেজে ১২টা গাছ, নার্সিং কলেজেও গাছ লাগানো হয়েছে । দুপুরে প্রায় ৫০০ লোককে খাওয়ানো হয় । সন্ধ্যায় পথকুকুরদের জন্য সামান্য কিছু বন্দোবস্ত করা হয়েছে ।
ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে বাচচেন আরও একজন, সব্যসাচী । ঐন্দ্রিলার মায়ের সঙ্গে প্রায়ই কথা হয় তাঁর । ঐন্দ্রিলাকে নিয়ে গল্পও হয় দু'জনের মধ্যে । ভাল হয়তো নেই তাঁরা, কিন্তু, ভাল থাকার চেষ্টা করছেন প্রতিদিন, প্রতিনিয়ত ।