সদ্য শেষ হল ‘মিঠাই’, এ বার বিয়ের পিঁড়িতে এই ধারাবাহিকের রাতুল অর্থাৎ উদয় প্রতাপ সিংহ। পাত্রী ‘এখানে আকাশ নীল’-এর অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।
সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা ছিল না দুজনের। প্রায় আড়াই বছর ধরে প্রেম করছিলেন উদয়-অনামিকা। আগেই জানিয়েছিলেন, বিয়ে সামনেই। শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত পর্ব।
Monsoon-Weather Update: কেরালাতেই দেরিতে আগমন, তাহলে বাংলায় কবে আসছে বর্ষা?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় দু’জনেই তাঁদের আইবুড়োভাত অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। পাঁচ রকমের ভাজা থেকে মাছ, মাংস, মিষ্টি, ফল— বাদ নেই মেনুতে। অনামিকার পরনে বেজরঙা চুড়িদার, উদয়ের পরনে সবুজ শার্ট ও কালো ডেনিম।
তবে খুব জাঁকজমক নয়, হবু বর-কনে জানিয়েছেন, তাঁদের বিয়ে হবে ছিমছাম।